মহাশয় / মহাশয়া,
এতদ্বারা আপনাকে জানানো যাইতেছে যে, আগামী ইং ১৯/০৮/২০২৫ মঙ্গলবার থেকে 2nd Terminal পরীক্ষা শুরু হইবে। সময় সকাল ৮ টায়। পরীক্ষা শুরু হইবার পূর্বেই স্কুলের সমস্ত প্রকার বকেয়া August মাস পর্যন্ত পরিশোধ করিতে হইবে।
অন্যথায় আপনার শিশু পরীক্ষায় বসিতে পারিবে না। ইহা অত্যন্ত জরুরী মনে করিবেন।
বিঃ দ্রঃ - বেতন দেওয়ার সময় হলুদ কার্ডটি অবশ্যই সঙ্গে আনিবেন।
A. Hasan
ভবদীয়
প্রধান শিক্ষক
বালিহারা চিলড্রেন একাডেমি
